কাতারে বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে দ্যা রয়েল আকসা রেস্টুরেন্ট। ৩০ এপ্রিল, বুধবার কাতারের সানাইয়া এলাকার এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “এশিয়ান মেগা কনসার্ট”। এই অনুষ্ঠানে সুরের ঝড় তুলতে আসছেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।
কেবল জেমস একাই নন, কনসার্টে আরও অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন তারকা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ, রিপা, ইজাজ, আরফান এবং ইউসুফ। প্রত্যেকেই দর্শকদের উপহার দেবেন সরাসরি পারফরম্যান্স।
গান ও তারকাময় এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে থাকছেন আরশিয়া আলম। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৪টায় এবং কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সংগীতানুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের জন্য থাকছে পাঁচ ধরণের টিকিট ক্যাটাগরি—যার মধ্যে রয়েছে ভিভিআইপি, গোল্ড, সিলভারসহ আরও কয়েকটি শ্রেণি। এসব টিকিট পাওয়া যাচ্ছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
প্রসঙ্গত, দ্যা রয়েল আকসা রেস্টুরেন্ট একটি বাংলাদেশি মালিকানাধীন খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা এই কনসার্টটির আয়োজন করছে।
গত ১৬ এপ্রিল, মঙ্গলবার দোহা নাজমা এলাকার দ্যা রয়েল আকসা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক সোহরাব হোসেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম এ সালাম। সেখানে আরও উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল।
আয়োজকরা আশা করছেন, কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই কনসার্টে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন এবং নগর বাউল জেমসের গান ও অন্যান্য তারকাদের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে প্রায় ১০ হাজারের বেশি দর্শক সমবেত হবেন।
তবে কনসার্টে নগর বাউল জেমস এবং তার ব্যান্ডের উপস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আয়োজকরা এই বিষয়ে শিগগিরই চূড়ান্ত তথ্য জানাবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ