বিটিএসের সদস্য জিন তার প্রথম একক বিশ্ব সফরের ঘোষণা দিয়েছেন। ১৭ এপ্রিল রাত ১২টায় বিগহিট মিউজিকের মাধ্যমে এই বহুল প্রতীক্ষিত ঘোষণাটি আসে। ‘RUNSEOKJIN_EP TOUR’ শিরোনামে এই ট্যুরটি শুরু হবে ২৮ জুন দক্ষিণ কোরিয়ার গোইয়াং থেকে এবং শেষ হবে ১০ আগস্ট নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে।
এই সলো সফরে জিন দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর আমেরিকা ও ইউরোপের নয়টি শহরে মোট ১৮টি কনসার্টে অংশ নেবেন। বিটিএস ভক্তরা, যাদের ‘আর্মি’ নামে ডাকা হয়, জিনের এই একক কনসার্টের ঘোষণায় যেমন দারুণ উচ্ছ্বসিত, তেমনি অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন বিটিএস ব্যান্ডের ভবিষ্যৎ দলীয় কার্যক্রম নিয়ে।
একক ট্যুর ঘোষণা আসার পরই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তাহলে কি এ বছর আর বিটিএসের গ্রুপ রিইউনিয়ন এবং বিশ্ব সফর হচ্ছে না? এর আগে নানা জল্পনা-কল্পনা ছিল যে চলতি বছরের বিটিএস ফেস্টার বিশেষ আয়োজনের মাধ্যমে ১২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সব সদস্য একসঙ্গে মঞ্চে ফিরবেন। তবে এখন জানা গেল, জুন ২৮ থেকে আগস্ট ১০ পর্যন্ত জিনের একক ট্যুর চলবে, ফলে এই সময়ের মধ্যে গ্রুপ ট্যুর হওয়ার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া যাচ্ছে।
হাইব কর্পোরেশনের প্রধান নির্বাহী লি কিয়ং জুন জানিয়েছেন, বিটিএসের পূর্ণাঙ্গ টিমের কার্যক্রম সম্ভবত ২০২৬ সালে আবার শুরু হবে। বর্তমানে ব্যান্ডের সদস্যরা দেশের আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যার ফলে পুরো ব্যান্ড একসঙ্গে কোনো প্রজেক্টে অংশ নিতে পারছে না।
জিনের এই সফরের আগে বিটিএসের আরেক সদস্য জে-হোপ তার প্রথম একক ট্যুর ‘হোপ অন দ্য স্টেজ’ সফলভাবে সম্পন্ন করেছেন। সেই সফরটি ছিল এশিয়া এবং উত্তর আমেরিকার বিভিন্ন শহরকে ঘিরে। এটি প্রমাণ করে, বিটিএস সদস্যরা বর্তমানে একক ভিত্তিতে তাদের সংগীত যাত্রা চালিয়ে যাচ্ছেন।
জিনের সলো ট্যুরের ঘোষণায় একদিকে যেমন আর্মিরা রোমাঞ্চিত, অন্যদিকে অনেকে ব্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা জানতে চান, আদৌ কি বিটিএস আবার একসঙ্গে ফিরে আসবে? যদিও হাইবের পক্ষ থেকে ২০২৬ সালের ইঙ্গিত দেওয়া হয়েছে, তবুও ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ