কাকে বিয়ে করছেন জনপ্রিয় নায়িকা সামান্থা?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্য এক সময়ের রোমান্টিক ও সুপারহিট জুটি ছিলেন। ভালোবেসে ঘর সংসার পেতেছিলেন এই জুটি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। নানা টানাপোড়েনের পর অবশেষে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর নাগা চৈতন্য নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার আলোচনায় এসেছে সামান্থার সম্ভাব্য বিয়ের খবর।

বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থা নতুন প্রেমে জড়িয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামান্থা বর্তমানে জনপ্রিয় পরিচালক জুটি রাজ-ডিকের অন্যতম সদস্য রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে, তারা খুব শীঘ্রই বিয়েও করতে চলেছেন।

গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেন সামান্থা এবং রাজ-ডিকে। এটি ছিল তাদের দ্বিতীয় কাজ, কারণ এর আগেও ২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ-ডিকের পরিচালনায় অভিনয় করেছিলেন সামান্থা। ওই সময় থেকেই রাজ নিদিমোরু সামান্থার প্রতি বিশেষ খেয়াল রাখা শুরু করেন। সেই আন্তরিকতাই পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

সাম্প্রতিক সময়ে সামান্থা তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম সিনেমা ‘শুভম’ নির্মাণ করেছেন, যা আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি গিয়েছিলেন তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে। সেখানে রাজ নিদিমোরুও তার সঙ্গে ছিলেন। এতে করে নতুন সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

নতুন সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের খবর ছড়িয়ে পড়লেও সামান্থা এই বিষয়ে এখনও মুখ খুলেননি। আগের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে চুপ রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে তার ভক্তদের মধ্যে কৌতূহল এখন তুঙ্গে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply