হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে দুর্দান্ত এক জয় পেয়েছেন বাংলাদেশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। শনিবার অনুষ্ঠিত এই রাউন্ডে তিনি সাদা ঘুঁটি নিয়ে খেলে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে পরাজিত করেন।
এই জয়ের ফলে তাহসিন তাজওয়ার জিয়া এখন পর্যন্ত ৮ খেলায় মোট পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছেন। তিনি বর্তমানে প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, যা দেশের দাবা অঙ্গনে এক গর্বজনক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মোট ৬ জন আন্তর্জাতিক দাবাড়ু। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির তিনজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিকমাস্টার এবং একজন ফিদেমাস্টার।
তাহসিন তাজওয়ার জিয়ার এই সাফল্য বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য এক বড় অনুপ্রেরণা। আন্তর্জাতিক মঞ্চে এমন পারফরম্যান্স বাংলাদেশের তরুণ দাবাড়ুদের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে।
তথ্যসূত্র: জাগো স্পোর্টস