৭৯টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

হারানো মোবাইলফোন উদ্ধার করে মালিকদের মাঝে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের পল্টন মডেল থানা।

শনিবার (১৯ এপ্রিল) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইলফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোট ৭৯টি মোবাইলফোন উদ্ধার করে তা হস্তান্তর করে থানা কর্তৃপক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে মোবাইলফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির ভিত্তিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করে।’

তিনি আরও জানান, এর আগেও পল্টন মডেল থানা পুলিশ বিভিন্ন সময়ে ১৫০টিরও বেশি মোবাইলফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে।

হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মালিকরা। তারা মোবাইল উদ্ধারে আন্তরিক প্রচেষ্টা ও দ্রুত হস্তান্তরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply