আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “ব্যান ব্যান আওয়ামী লীগ”, “সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”—এমন নানা স্লোগান দিয়ে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি।”
প্রতিবেদন লেখা পর্যন্ত উপদেষ্টা মহল থেকে কেউ এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে কোনো বক্তব্য দেননি। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না।”
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ