পাকিস্তানের তারকা ক্রিকেটার সাময়িক বিরতিতে

পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার নিদা দার ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে নিদা দার জানান, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা করে আমি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে নিজের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক কিছু পেশাগত ও ব্যক্তিগত চ্যালেঞ্জ আমার উপর প্রভাব ফেলেছে, তাই নিজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করছি।’

নিদা তার পোস্টে আরও অনুরোধ করেন, বিরতির সময় যেন তার গোপনীয়তা রক্ষা করা হয়। তিনি উল্লেখ করেন, প্রিয়জনদের সহযোগিতায় তিনি নিজেকে নতুন করে গড়ে তুলতে চান। তবে তিনি কবে আবার মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।

সম্প্রতি আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত পাকিস্তান স্কোয়াডে ডাক পেয়েছিলেন নিদা দার। তবে ফিটনেস ঘাটতির কারণে তাকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই গুঞ্জন চলছিল যে, পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ এই নারী ক্রিকেটার হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

জাতীয় দল থেকে বাদ পড়ার পরও নিদাকে ঘরোয়া ক্রিকেটের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সে আমন্ত্রণেও সাড়া দেননি তিনি। একইভাবে নারীদের ফয়সলাবাদ ক্যাম্প থেকেও নিজেকে দূরে রেখেছেন।

উল্লেখ্য, নিদা দার পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ওয়ানডে ফরম্যাটেও তিনি পাকিস্তানের মাত্র চারজন নারী ক্রিকেটারের মধ্যে একজন, যারা ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন।

তথ্যসূত্র: সমকাল স্পোর্টস

Leave a Reply