সিদ্ধান্ত থেকে সরে গেলেন আমির খান

দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার বহুল প্রতীক্ষিত নতুন ছবি ‘সিতারে জামিন পার’ ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর সিকুয়েল হিসেবে মুক্তি পেতে চলেছে। গেল ৫ মে ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, ছবিটি ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে।

প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল, ৮ মে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’ ছবির প্রথম ঝলক (টিজার)। তবে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতির কারণে আমির খান সিদ্ধান্ত নিয়েছেন এই ঝলক প্রকাশ আপাতত স্থগিত রাখার।

আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।”

‘সিতারে জামিন পার’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রাখছেন একঝাঁক নবাগত অভিনেতা-অভিনেত্রী। এদের মধ্যে রয়েছেন— আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। নবাগত এই প্রতিভাবানদের নিয়ে আমির খান যে একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে চান, তা পোস্টারেই কিছুটা আন্দাজ পাওয়া গেছে।

এই ছবির মাধ্যমে আমির খানের বিপরীতে প্রথমবার দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। দু’জনের অনস্ক্রিন রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে কেবল আমির খানের সিনেমা নয়, বলিউডের আরও একটি আলোচিত সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ছবিটি শুরুতে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা থাকলেও, এখন তা সরাসরি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। নির্মাতাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতি এবং কনটেন্ট কনজাম্পশনের ধরন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবারও বড় পর্দায় আমির খান মানেই বলিউডে উত্তেজনার ছোঁয়া। ‘সিতারে জামিন পার’ শুধুই একটি সিনেমা নয়, বরং এটি হতে চলেছে সমাজে একটি বার্তাবাহী চলচ্চিত্র। ছবির মুক্তির আগেই আমিরের দায়িত্বশীল সিদ্ধান্ত তার সামাজিক সচেতনতার পরিচায়ক। একইসঙ্গে নবাগতদের সুযোগ দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণ করলেন, তিনি কেবল অভিনেতা নন, একজন দৃষ্টিভঙ্গিসম্পন্ন প্রযোজকও।

তথ্যসূত্রঃ হিন্দুস্থান টাইমস

Leave a Reply