সারা দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬৭৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এ বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১,০৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য নানা অভিযোগে আরও ৬৩৫ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করে অস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি গুলি এবং দুটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল।
পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ